পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ミR আদিপুস্তক । ৭ অধ্যায় ১৮ রা উঠিল । পরে ক্রমেই পৃথিবীতে অতিশয় জলদ্ধি ১৯ হইলে জাহাজ ভাষিয়া গেল। এই ৰূপে পৃথিবীতে অত্যন্ত জল বাড়িল ; তাহাতে আকাশের নীচস্থ তাবৎ ২০ মহাপর্বত মগ্ন হইল, ও তাহার উপরে পনের হাত ২১ জল উঠিলে সকল পৰ্ব্বত মগ্ন হইল।”তাহাতে ভূচর ২২ তাবৎ প্রাণী মরিল ; ফলতঃ পক্ষী এবং গ্রাম্য ও বন্য পশু ও পৃথিবীর উরোগামি জন্তু ও মনুষ্য ও শুষ্ক ২৩ ভূমিস্থ তাবৎ প্রাণী মরিল। এই ৰূপে পৃথিবীর উপরিস্থ প্রত্যেক প্রাণী, অর্থাৎ মনুষ্য ও পশু ও উরে - গামি জন্তু ও আকাশীয় পক্ষি সকল বিনষ্ট হইল ; পৃথিবীতে সমস্তই বিনষ্ট হইল, কেবল নোহ ও তাহার ২s সঙ্গী জাহাজস্থ প্রাণির বঁচিল । এই ৰূপে পৃথিবী জলপ্লাবিত হইলে এক শত পঞ্চাশ দিন পর্য্যন্ত জল থাকিল । ৩৯ ৮ অধ্যায় । ১ প্লাবনের হাস, ৬ ও দাড়কাককে উড়াইয়া দেওন, ১০ ও কপোতকে উড়াইয় দেওন, ১৫ ও জাহাজহইতে নামিতে ঈশ্বরের আজ্ঞা, ২০ ও ঈশ্বরের উদ্দেশে নোহের আহুতি করণ ও তাহার প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞ। ' , ' - - ১ পরে ঈশ্বর নোহকে ও, তাহার সঙ্গি জাহাজস্থিত পশ্বাদি তারভ প্রাণিকে স্মরণ করিয়া পৃথিবীতে প্রবল * বায় বহাইলে জল নিবৃত্ত হইল। এবং মহাসমুদ্রের