পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় । ] আদিপুস্তক । ミ企 কালাবধি মনুষ্যের মনের কল্পনা দুষ্ট, তথাপি যেমত করিলাম, সেমত আর কখনো তাবৎ প্রাণিকে সংহার ২২ করিব না। ষে পুৰ্য্যন্ত পৃথিবী থাকে, তাবৎ # বপনের ও ছেদনের সময়, এবং শীত ও গ্রীষ্ম, এবং গ্রীষ্মকাল ও শীতকাল, এবং দিবা ও রাত্রি, এই সকলের নিবৃত্ত্বি হইবে না । ৪৩ ৯ অধ্যায় । ১ নোহের প্রতি ঈশ্বরের আশীৰ্ব্বাদ, ৮ ও নোহের সঙ্গে ঈশ্বরের নিয়ম স্থির করণ, ১৮ ও নোহের মত্ত হওনের বৃত্তান্ত ও কনিষ্ঠ পুত্ৰ হামকে অভিশাপ দেওন, ২৮ ও নোহের মৃত্যু। . পরে ঈশ্বর নোহকে ও তাহার পুত্রগণকে এই আশীবাদ করিলেন, তোমরা পুজাবন্ত ও বহুবংশ ड्ड्रेट्स, পৃথিবীকে পরিপূর্ণ কর। পৃথিবীর তাবৎ পশু ও খেচর পক্ষী ও ভূচর উরোগামি জন্তু ওসমুদ্রের মৎস্য সকলেই তোমাদের হইতে ভীত ও শঙ্কযুক্ত হইবে, এই ৬. সকল তোমাদের হস্তে সমৰ্পিত আছে . প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে, অামি হরিদ । ওষধির ন্যায় এই সকল তেমাদিগকে দিলাম। কিন্তু ৫ সজীবন অর্থাৎ সরক্ত মাংস ড়োজন করিও না। আমি তোমাদের ও জীবনৰূপ রক্তপাতের পরিশোধ লক্টর; অ।মি পশুর নিকটে ও মনুয্যের নিকটুে *3 তাহার

* (ইব্র) পৃথিবীর তাবৎ দিন

ঘ > 8