পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] আদিপুস্তক । 文 হইলে তাবৎ প্রাণি বিনাশের জন্যে আর জলপ্লাবন ১৬ হইবে না। কেননা মেঘধনুকের প্রতি আমার দৃষ্টিপাত হইলে পুথিবীস্থ তাবৎ প্রাণির সহিত আমার চিরস্থায়ি নিয়ম আছে, ইহা অামার স্মরণে আসিবে। ১৭ ঈশ্বর নোহকে কছিলেন, পৃথিবীস্থ সমস্ত প্রাণির সহিত আমার স্থাপিত নিয়মের এই লক্ষণ ইহবে । ৪৫ ১৮ ঐ শাম্ ও হাম ও যেফৎ নামে নোহের যে তিন পুত্ৰ জাহাজ হইতে বহির্গত হইল, তাহদের মধ্যে হাম .১৯ কিনান বংশের পূর্বপুরুষ ছিল। নোহের এই তিন ২• পুত্রের বংশেতে তাবৎ পৃথিবী ব্যাপ্ত হইল। পরে ২১ নোহ কৃষি কৰ্ম্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষাক্ষেত্র করিল । তাহাতে সে দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইয়া তাঙ্গুর ২২ মধ্যে বিবস্ত্র হইয়া পড়িল, তাহাতে কিনানের পিত। হাম আপন পিতাকে উলঙ্গ দেখিয়া বাহিরে অপুত্ৰ ২৩ দুই ভ্রাতাকে সমাচার দিল । তখন শীম্‌ ওঁ মেক্ষং তাহার বস্ত্র লইয়া স্কন্ধেতে রাখিয়া পশ্চাৎ হাটিয়া • উলঙ্গ পিতাকে আচ্ছাদিত করিল, তাহারা পশ্চ - ২৪ হাটিয়া পিতার উলঙ্গতা দেখিল না । পরে নোহ দ্রাক্ষরসের নিদ্রাহইতে জাগৃত ইয়া তাপন কনিষ্ঠ পুত্রের আচরণ জানিয়া কছিল । কিনগৰু অভিশপ্ত হউক , '২৫ সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে । সে সুর্ণরে। ২৬ কছিল, শামের প্রভু পরমেশ্বর ধন্য হউম্ ; কিনান Tঞ্জ (ক) হইবে। ל-לי