পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No o আদিপুস্তক । [১০ অধ্যায় । én ২৩ ও অরাম্। ঐ অরামের বংশ উষ্ণ ও হুল ও গেথর ও ২৪ মর্শ। এবং অফকষদের বংশ শেলহ ও শেলহের পুত্ৰ ২৫ এবর । ঐ এবরের দুই পুত্র ; একের নাম পেলগ (অর্থাৎ ভাগ), কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হই২৬ ল; তাহার ভ্রাতার নাম যজুন। এবং যক্তনের পুত্ৰ ২৭ অলমোদদ ও শেলফ ও হৎসমাবৎ ও যেরহ ও ২৯ হদে রাম ও উষল ও দিকল ও ওবল্ ও অধীমায়েল ৩০ ও শিব ও ওফীর ও হবীলা ও যোব । এ সকল ৩১ যক্তনের বংশ। মেষ অবধি পুৰ্ব্বদিকের সিফর পর্বত পৰ্য্যন্ত তাহদের বসতি ছিল । এই সকলেই শামের ২৪২ বংশ ; ইহাদের মধ্যে দেশ ও গোষ্ঠী ও ভাষা ও জাতি ভেদ ছিল। এই সকলের গোষ্ঠী ও জাতি ভেদ থাকিলে ও তাহারা নোহের পুত্রদের বংশ ছিল ; এবং জলপ্লাবনের পরে ইহাদের হইতে নানা জাতি পৃথিবীতে বিভক্ত হইল। ৫ سسین وهیپیس۔ ইতি মিশনরি কৃতভাষ ।