পাতা:হোমশিখা.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা । '(or SS) চরণে নিশ্বাস লয়ে প্রাণ ধরে কেহ, স্ত্রীপুরুষ কেহ এক দেহে, নিজ দেহ কাটি কেহ খণ্ডে খণ্ডে বাচে, বহু একে পার্থক্য না রহে ! কোন জীব অণতে দাতে, —মুখে না, চিবায় অণতে!— ঘুচালে হে লিঙ্গ ও বচন । ঘুচালে সহজ জ্ঞান—গেল ব্যাকরণ ! মক্ষিলতা—লতা হয়ে গ্রাসে মক্ষিকায় ! রক্ত শ্বেত প্রবাল পঞ্জরধরে কিবা গুল্ম শোভা নয়ন রঞ্জন ছিদ্র-ঘন মনোজ্ঞ-সুন্দর । , অপূৰ্ব্ব শঙ্কুক চয়, কপর্দ কঙ্কালময়, শোভে তটে যেন অট্টহাস ! নিঃশবো শিখিছে শঙ্খ সঙ্গীত উদাস ! সচল দ্বীপের মত যোজন যুড়িয়া, চলে তিমি শৈবালে চচ্চিত! রাজশখ—অঙ্গে অঙ্গে রামধন্থ জাভা ; মুক্ত-প্রস্থ—ত্রিলোক বাঞ্ছিত !