পাতা:হোমশিখা.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి) হোমশিখা ৷ তরী ল’য়ে যারা যায় পথ তারে কে চিনায় ? যদি তারা ডুবে এ পাথরে ? তা’রা কি মরণ ভুলে ভেসেছে সাগরে ? হে সিন্ধু ! আমিও আজি মরণ বিস্মৃত । কেব৷ আমি ধরণীর মাঝে ? পৃথ্বীদেহে অতি ক্ষুদ্র রক্তশোষী কীট, এ জীবন লাগিবে কি কাজে ! তাই আসিয়াছি আজ ঘুচাতে সকল লাজ বীপ দিতে তরঙ্গ মাঝারে, মহাপ্রাণে মিশাইতে ক্ষুদ্র এ—আমারে। সচল পৰ্ব্বত সম ঢেউ আসে ছুটে,— এখনি কি পড়িবে আছাড়ি’ ? কিবা সে প্রকাণ্ডতর ঢেউয়ে যাবে মিশে দিবে শেষ জলস্থল নাড়ি’ ? মরিব ঢেউয়েরি সনে, লক্ষ ঢেউ যেই ক্ষণে— ७क ठ्'एङ्ग–ङ्'एङ्ग श्रृमश्डভাঙ্গিয়া পড়িবে শেষে গলায়ে পৰ্ব্বত।