পাতা:হোমশিখা.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখ। ঘুচে যাবে ব্যবধান, বাধা ও বন্ধন, সপ্ত সিন্ধু মিলিবে আবার! কোলাকুলি হ’বে পুনঃ লহরে লহরে,— আজ নাহি পরিচয় যা’র। সাজিয়া কিরণ বাসে অঙ্গর শিশুর হাসে পূর্ণ হয়ে যাবে চরাচর! এক হ’বে কৃষ্ণ, পীত, তুষার সাগর। প্রাণের সে রাজ্য হবে, ভাবের সংসার, শক্তি প্রেম জ্ঞানের মিলনে ; বহিবে উৎসাহ-বায়ু জাগায়ে ভুবন, হর্ষ’রবে জীবনে মরণে । সোম হবে স্নিগ্ধতর, সবিতা উজ্জল আর’, চিরপ্তামা সৰ্ব্বংসহ ধরা, সমীরণ অমুকুল, निश् মুক্তি-ধারা ! বসে আছি সে দিনের পঞ্চ চেয়ে হায়, দিন যায়, জীবন ফুরায় ; দেশাস্তের পাছ পাখী দেশ ছেড়ে যায়, তুমি জান কেন সে পলায়। నశ