পাতা:হোমশিখা.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা ৷ @്NasirkhanBot (আলাপ) ০৭:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)എ আজি এই বালুচরে বসিয়া একাকী,— আজি এই দক্ষিণ পবনে,— অতি দুর—গ্রহান্তর হতে মৃদ্ধগান— পশে আসি আমার শ্রবণে । ওগো ভিন্ন গ্রহবাসী ! কি গান গাহিছ বসি’— তোমাদের সমুদ্রের তীরে ? ডাকিছ কি আমাদের ? বল, গুনি ফিরে r হে সাগর ! রশ্মি-রেখা নাচিছে হাসিয়া ! হাসিতেছ তুমি কলম্বরে! কি যেন গোপন আজি রাখ মোর কাছে ! যেন তাহ বলিবে না মোরে । উৰ্ম্মি করে কাণাকাণি, গ্রহে গ্রহে জানাজানি, কেন শুধু আমায় গোপন ! বল, বল, জাগরণে ক’র না স্বপন। হাসিয়া লুকাতে কেন চায় বারবার,— ফুটে উঠে ফেন-শুভ্ৰ-হাস ! মঙ্গলবারতা তুমি পেরেছ নিশ্চয়,— মিলনের মহান আশ্বাস । '