পাতা:হোমশিখা.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখ o இ. তুমি আছ আমি আছি ; জানিতে পাইলে বাচি– মোদের সম্বন্ধ চিরন্তন,— পুরাতনে নিয়ত নুতন! একি মোহ ? এ কি ইন্দ্রজাল ? মায়াধর—প্রাচীন সংস্কার ? তারি ভাষে দেখি কি খেয়াল— মূৰ্ত্তি ধরে আসে বাক্য তার ? স্বপনেরে সত্য ভাবি’ পরিচয় করি দাবী ? মিথ্যা করি মনেরে পীড়ন ? একি ব্যঙ্গ ? হায় মুগ্ধ মন! নয়ন মেনেছে পরাজয়, উৰ্দ্ধবাহু ব্যর্থতা প্রচারে ; তবু মোর সদা মনে হয় একেবারে ডুবিনি পাথারে। কৌতূহলে করি সাথী ৷ কাটাই তিমির রাতি ; . যে তিমিরে মুদুর তপনে, খঙ্গোত বলিয়া ছর মনে । 'e('