পাতা:হোমশিখা.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা । സ്പേ~ു. নিশ্বাস নিতে মনে হয়, সে যে অজাতির উচ্ছিষ্ট ! কৰ্ম্ম হ’তেছে পও নিয়ত ধৰ্ম্ম হ’তেছে ক্লিষ্ট । জগতের চুড়া এ জাতির যদি পামীরে হইত বাস,— তা’ হ’লে হ’তনা প্রতি নিশ্বাসে নিতে পামরের শ্বাস। স্নেচ্ছের শ্রমে চারি আশ্রম ভাঙিয়া পড়িছে নিতি, পীড়ায় আতুর সংহিতা সব পুড়িয়া যেতেছে স্মৃতি ! বর্ণেত্তমে বর্ণে তাহারা করিয়াছে পরাজয়, নিষ্ঠার বলে প্রতিষ্ঠা তা’র আজিকে ভুবনময় ; ব্ৰাহ্মণ শুধু মরিছে বহিয়া উপবীত অবশেষ, রাজ্য বিহীনে লজ্জা দিতেছে পৈতৃক রাজবেশ । উদ্ধে রয়েছে উদ্যত সদা জগন্নাথের ছড়ি, সমান হ’তেছে শূদ্র ও দ্বিজ সবে তা’র তলে পড়ি । খনির তিমিরে, কা’রা কি কহিছে, ওগো শোন পাতি’ কাণ, - অনেক নিম্নে পড়ি’ আছে যা’র শোন তাহাদের’ গান । দুর সাগরের হলহলা সম উঠিছে তাদের বাণী, বহু সস্তাপ, বহু বিফলতা, অনেক দুঃখ মানি’ ; ১৪১