বিষয়বস্তুতে চলুন

পাতা:হোমশিখা.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা । இ~. -8) স্নেহবলে নারী বক্ষ শোণিতে ক্ষীর করি পারে দিতে 5 কে বলে ছোট সে পুরুষের কাছে—কোন মূঢ় অবনীতে ? তারা-মুগহন গগনের পথে চলেছে মরাল-তরী, তারি মাঝে নারী পুষ্প-প্রতিমা সুষমা পড়িছে ঝরি ; চরণের বহু নিয়ে জগৎ স্তব্ধ হইয়া আছে, নন্দন-বন-বিহারী পবন ফিরিছে পায়েরি কাছে ; কুন্তল দোলে, মন্থরে চলে স্বপন-তরণী খানি, . সুপ্ত জগতে চিরজাগ্রতা প্রেমময়ী কল্যাণী ! কত কবি মিলে বিশ্বনিখিলে বন্দন। রচে তা’র । সঙ্গীত ভুলি দুটি আঁখি তুলি চাহে শুধু শতবার ; মুগ্ধ নয়ন স্বপ্নমগন, মৌন বচন সব, সেতার, কানুন, বীণ, তানপুর মানে যেন পরাভব ! গানের দেবতা, প্রাণের দেবতা, ধানের দেবতা নারী ; বনের পুপ, মনের ভক্তি সে কেবল তারি—তারি। ক্ষেত্র বীজের প্রাচীন কাহিনী তুলে আর নাহি কাজ, গেছে সংশয়, রমণীর জয়,—জগত গাহিছে আজ ;– ጏ8ማ •