এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
হোমশিখা । இ~9 ধনের চাপে যে পাপের জনম এ কথা আমরা জানি, দণ্ডের চেয়ে দয়ার ক্ষমতা অধিক বলেই মানি ; দোষীরে আমরা নাশিতে না চাহি, মানুষ করিতে চাই, গত জনমের পাতকী বলিয়া আতুরে দুষি না ভাই। যা’র কোলে শিশু হাসে আহলাদে শিশু-হিয়া জানি তা’র, যা’র স্নেহে ভূমি হয় গো সফল ভূমি তারি আপনার । মানিনা অন্ত বিধি ও বিধান মানিনা অন্য ধারা, মানিনা তাদের সংসারে যারা করেছে দুঃখ-কার । প্রেমের আদর জানি গো আমরা জ্ঞানের মূল্য জানি, শক্তি যখন শিবের সেবিকা তখনি তাহারে মানি ; আমরা মানিনা শিখ, ত্রিপুও, উপবীত, তরবারি, জাম্বা খাতার, ধারিনাক ধার, মোরা শুধু মমতারি। মাংসপেশীর শাসন মানি না, মানি না শুষ্ক নীতি, নূতন বারতা এসেছে জগতে মহামিলনের গীতি - নয়ন মোদের উজ্জ্বল হয়ে উঠেছে সহসা তাই ! স্থণে, পরবে, নীল নভতলে আর মলিনত নাই! X&