পাতা:হোমশিখা.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফেলে রেখে শত কাজ, ডাকিতেছি কৃপার আশায়; শিরে বোঝা—লক্ষ কোট কাজ, দুর্ভাবনা হানে শত বাজ । রোগ এল শূল ল’য়ে হাতে, পিছনে রহিল পড়ি কাজ, শোক এল শেল হানি’ মাথে সব কাজে পড়িল রে বাজ ; জরা এসে লজ্জা দিবে ব্যর্থ হয়ে যাবে সব, মৃত্যু কবে সাড়া দিবে ডুবায়ে কাজের কলরব ; শত কাজে সহস্র ভাবনা, দুর্ভাবনা—মরণ-যন্ত্রণা। কাজ সারা কবে হ’বে আর, বেলা যায় বাড়ে হাহাকার ; অন্ধ করি নয়ন সন্ধ্যার নিশাচর আসে অন্ধকার । এস সোম, এল ত্বরা, সহিতে পারি না জার,