বিষয়বস্তুতে চলুন

পাতা:হোমশিখা.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশায় দিয়েছ ছাই, তোমায় না চাহি আর, এবে যে চন্দ্রমা চাই বাধা ব্ল’বে সদা সে আমার ; সে চাদের ক্ষতি ক্ষয় নাই, প্রেমশশী পূর্ণ সে সদাই। সে চাদ উদয় হ'লে মনে, নাহি ভয়, নাহি গৃহ বন, শক্তি লভে ভীরুচিত জনে প্রেম করে অসাধ্য সাধন ; নব প্রীতি, নব প্রাণ, সম্বন্ধ নূতন সব, নর দান প্রতিদান, দেহ মনে নবীন উৎসব ! সৰ্ব্বস্ব-জীবন করি পণ, বারেক দেখিতে প্রিয়জন। উদারতা উদিত হৃদয়ে, আজি মহা মার্জনার দিন, অনুভূতি তীক্ষতর হয়ে বিশ্বজনে গণে ক্রটিহীন,