বিষয়বস্তুতে চলুন

পাতা:হোমশিখা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ፃ হোমশিখ। হোমশখ। বালতর ব্যান্তের পল্লবে অঙ্কিত শাখা,— সংমিলিত ভুজঙ্গের পুচ্ছ যেন শেহালায় মাখা ; কুশভূমে জিহ্বা খান খান, চুরি করে স্বৰ্গ-মুধাপান! সংখ্যাতীত জোনাকীর মত জলে ঘুরে আলোকের বাক, বিশ্বকৰ্ম্ম আজি যেন স্বতঃ তারার চড়ায়ে দেছে পাক ; ফুটে উঠে, ডুবে যায়, ফুটে ওঠে আরবার, ভেসে ওঠে, হেসে চায় একেবারে হাজার হাজার ! মালা গলে ঢেউ নাচে চুলে, চুপি সাড়ে পড়ে এসে কুলে। বকুল দলিয়া কেবা যায় ? বাতাসে আসিছে গন্ধ তা’র ; এ পথে নিশীথে কে গো, হায়, কোন গোপী করে অভিসার ?