পাতা:হোমশিখা.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা ৷ @- ·ද්ම অনিন্দিতা, বেদের বন্দিত, পৃথ্বী তুমি ছন্দে প্রকীর্তিত, ঋষিদের আরাধ্যা দেবতা, . অৰ্ঘ্য ধর—হৃদয়ের কথা ; হে বিশ্ব-দেবতা ! আজি গুন মোর গাথা ; শক্তি, প্রেম, জ্ঞানের নিধান হ’ক যত মানবের প্রাণ । শক্তির স্বাঢ় সিংহাসনে জ্ঞান প্রেম—রাজা আর রাণী, বীৰ্য্যবান কেশরী বাহনে জগন্মাতা ত্রিলোক পালিনী ; সুক্ষশক্তি অধিষ্ঠিত স্থলে চিরদিনই। তুমি সেই দৃঢ় সিংহাসন, সাধকের সাধের আসন । মুখ্য লক্ষ্য জ্ঞান যে জনার, প্রেম যা’র প্রাণের সাধনা, শক্তি তা’র প্রধান নির্ভর, ভয়াবহ শৌর্য্যে তার ঘৃণা ; স্থির নহে প্রেম, জ্ঞান, কভু শক্তি বিনা। রাখিবার শক্তি যা’র নাই, পাওয়া তীর বিষম বালাই। 63.