পাতা:হোমশিখা.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ப_ হে সমীর, প্রাণবায়ু, আয়ু-প্ৰদ তুমি, বিশ্বে তুমি প্রাণের উপমা ! প্রশান্ত সুন্দর কভু প্রচও উন্মাদ ! . কবি বিনা কেবা চিনে তোমা ? নিরূপিতে গতি তব, কত চেষ্টা অভিনব, সৰ তুমি করেছ নিষ্ফল ! হে লোচন-অগোচর ! হে চির-চঞ্চল ! চন্দ্রলেখা তোমারে করি’ছে আলিঙ্গন, আলিঙ্গিছে অরুণ কিরণ ! তাহাদের প্রিয় তুমি, জীবন বল্লভ, ওগো প্রিয়তম সমীরণ ! বিতরি নিশ্বাস বায়ু, পুনঃ বিহঙ্গের আয়ু— ঝড়-রূপে কর তুমি নাশ! · কুসুম-বিকাশ ওহে বিটপীর ত্ৰাস ।