পাতা:হোমশিখা.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। উড়াও আকাশে ছিন্ন মেঘের পতাকা, ঢেকে ফেলে রবির প্রতাপ । ভীম হুহুঙ্কার নাদে কাপে জল স্থল, দৰ্পে কর চুর্ণ ইন্দ্রচাপ ! আবার সুধীর হয়ে, খেল ঘরে ধূলি ল’য়ে, ও চরিত্র কে বুঝিবে হায়! কখন চুমিছ ধূলি—কখন তারায়! এই তুমি করিতেছ মরণ-বিস্তার গৃহে গৃহে মারী-বীজ দিয়া, এই পুনঃ ফুটাইছ কুমুমের হাসি জলে স্থলে গন্ধ বিথারিয়া ! মেরুপ্রান্তে যমরূপে, নাসারন্ধে, পশি চুপে, কণ্ঠ চাপি রুধিছ নিশ্বাস ! চন্দন-পরশ পুনঃ মলয় বাতাস ! নবজাত শিশুর অন্তর নীড়ে পশি’ কর ভূমি সম্বন্ধ স্থাপন! . চির সহচর ভূমি, তোমার বিরন্থে অন্ধকার হেরি ত্রিভুবন । "