পাতা:হোমশিখা.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখg তুমি আত্মা, বিশ্বপ্রাণ, কর মোরে কর দান মহাপ্রাণ তোমার মতন ; সদানন্দ, ছন্দকবি, প্রসন্ন পবন । খেলাঘরে ধুলা খেলা, অনেক হয়েছে, এইবার কর গৃহহীন ; ঘূর্ণবায়ু সম প্রাণ গ্রহে গ্রহান্তরে ছুটে যেতে চাহে অনুদিন । বেদুইন মরুচর,– ' তাহার' নাহিক ঘর, বাস তার উন্মুক্ত সমীরে! চল সখা, পরশিব শশাঙ্ক মিহিরে! রুদ্ধ বারি পলে পলে হ’তেছে পঙ্কিল, রুদ্ধ বায়ু বিষ হ’য়ে উঠে ! অসহ এ অবরুদ্ধ নিষ্কৰ্ম্ম জীবন, চল চল বহিরিব ছুটে ! চল দেশ দেশান্তরে, মেরুপ্রান্তে মরু পরে, গৃহে প্রাণ রহিতে না চায় ; उक সম মরিব কি জন্ম-মৃত্তিকায় ?