পাতা:হোমশিখা.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૮ হোমশিখা ৷ (9o SA, যে পৰ্ব্বত চুমে নভঃ, কঙ্কর-প্রহারে তব দিন দিন হয় তা'র ক্ষয়। প্রকাওে দলিয়া গাও সামান্তোর জয় । পরশ—পরশমণি তোমারি সে দান, হে চন্দন-কানন-নিবাসী ! হাসিতে রোদনে সদা তুমি দাও তান, বিশ্ব জুড়ি বাজে তব বঁাশী ! বজ্রের দামামা কাড়া, পাপিয়ার নৈশ সাড়া, তোমারি বীণার ভিন্ন মুর। কর মোরে বজ্ৰ দৃঢ়, সঙ্গীত মধুর! প্রচণ্ড মাৰ্ত্তও তাপে তুমি নাছি দহ এসে শুধু ধূলির সমীপে,— তাহারি জালায় জলি’ জালার বারত আপনি প্রচার সপ্তদ্বীপে ! আমিও একান্তে রহি? দুঃখ অনায়াসে সহি, কিন্তু হায় দুঃখীর ক্ৰন্দন - অসহ সে, তাই গানে করি সে ৰোয়ণ।