পাতা:হোমশিখা.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা। আমি জানি কোন কথা ভুল না হে তুমি হারাণ’ কথার তুমি খনি! যৌবনের তাপে তাই তপ্ত হ’য়ে ওঠ— পিককণ্ঠ শুন গো যখনি !— যখনি বসন্তু প্রাতে কোকিল সঙ্গীতে মাতে, ফুল কলি আঁখি তুলি চায় ; আমি দেখিয়াছি সব টেকনা আমায় ! হে সমীর ! তোল তবে উৎসাহের তান, বিশ্ব যেন রহে সচেতন! আমিও তোমার সনে গা’ব সমস্বরে, যতদিন না আসে মরণ । আমি গেলে—দেখ’ দেখ’ এ গান জাগায়ে রেখ”— মিলনের সঙ্গীত মহান! নবোৎসাহ সঞ্চারিয়া—দিয়ে নব প্রাণ ! যে আছে প্রেমিক, ওগো, যেবা জ্ঞানবান, শক্তিমান যে আছে ধরায়, তাহারে শোনাও, বায়ু, এ মূহ:সঙ্গীত, মহোৎসাহে মাড়াও রায় ! & Ꮡ☾