(10)
হরকরা বেহারার কান মল মনে করুক এমত আর কখন না করে।
সাহেব মালিক যাহা করেন করিতে পারেন।
বেহারা তোমার আজিকার তকসির মাফ করিলাম যদিতু আর কখন এমত কর তবে সেই দণ্ডে ছাড়াইয়া দিব।
যে হুকুম সাহেব গোলামের আর এমত তকসির হবেক না।
তৎকথা।
খানসামা আজিকার মাখন বড় মন্দ।
সাহেব গোয়ালা বেটা তবে বুঝি বাসি মাখন আনিয়া থাকিবেক।
এই বটে। গোয়ালা সষ্টতা করিতে আরম্ভ করিল তাহাকে দূর করিয়া আর এক জনকে আন।
বহুত আচ্ছা সাহেব কালি আর এক জন নূতন গোয়াল আনা যাবে।
রুটিওয়ালা বেস রুটি দেয় তাহাকে দুই টাকা এলাম দেহ।
রুটিওয়ালা তুই কল্য প্রাতে আসিস তোর মাসকাবারের টাকা ও এলাম দুই টাকা পাবি।
তৎকথা।
মসালচি হাত ধুইবার জল আন।
বাবুরচিকে কহ অদ্য খানা শীঘ্র প্রস্তুত করে।
সাহেব আজি খানা জলদি তৈয়ার হওনের আটক হবে না।
বেহারা চৌকি মেজ মার্জ্জন কর।
সর্ব্বত্রে বাতি দেহ।
মেজের ওপর দুই বাতি।