পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/৫৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(40)

তৎকথা।

 নিত্য ক্রিয়া কিরূপ করেন।

 এক প্রহর দশ দণ্ডের মধ্যে স্নান করিয়া পূজা বিশিষ্টরূপ করিয়া জলপান ভোজন করেন কুটুম্ব সাক্ষাৎ যে থাকেন একত্র ভোজন হয় না।


 অতিথি সেবা হইয়া থাকে কি না। তাহাতে আমোদ কেমন।


 অতিথি সেবা করিয়া থাকেন বিশিষ্টরূপ হয় না। আমোদ সুন্দর নাই।


 ঈশ্বর সেবা কি ধারা করিয়াছেন।

 ঈশ্বর সেবা করেন বটে কিন্তু বিশিষ্টরূপে নয় শিবলিঙ্গ ও বিগ্রগ ও শালগ্রাম সকলি সংস্থাপন করিয়াছেন।


তৎকথা।

 বসৎবাটী কেমত করিয়াছন।

 বাটী চতুর্দ্দিগে চকমিলান করিয়া তিন চারি মাইল করিয়াছেন।


 শুনিলাম গঙ্গা স্নানে গ্রামস্থ প্রায় সকলেই আসিয়াছিলেন তাঁহাতে কিরূপ সকলকে তত্ববৃত্তান্ত করিয়াছেন।


 ঈশ্বরী গঙ্গাস্নানে গ্রামের প্রায় সকলি আসিয়াছিলেন তাহাতে তত্বাবধারন বিস্তারিত করিয়াছেন এবং দানাদি বাহুল্য বটে।


 সারদীয় পূজায় রচনা করিয়া থাকেন।

 ঈশ্বর পূজায় ও দেশের অন্য২ লোক যে প্রকার করে তাহার অপেক্ষ বড়।


 কম বেশ চারি পাঁচ হাজার টাকা ব্যয় ব্রাহ্মণ ভোজনাদি তিন দিন অন্য২ লোকে মিষ্টান্ন খাওয়াইয়া থাকেন বটে।