বিষয়বস্তুতে চলুন

পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(56)

  আমআমদের জামাই কাল আসিয়াছে রামমুনিকে নীতে। তাইতে শাকের ঘণ্ট সুক্তনি আর বড়া বাগুণ ভাজা মুগের ডাইল ইলসা মাচের ভাজা ঝোল ডিমের বড়া আর পাকা কলার অম্ল হইয়াছিল।


 কে রান্ধেছিল বড় বৌ না মেঝে বৌ।

 বড় বৌই রান্ধিয়াছিল তিনি কুটনাবাটনা করে দিয়াছেন।

 তোদের বৌ কেমন। রান্ধিতে বাড়িতে পারে।

 হাঁ বুন সেই বৈ আর কে রান্ধে মেয়েরা কেহ এখানে নাই আপনি কাঁচা বাচা নীয়া লড়িতে পারি না। সকল কাজি বড় বউ করে ছোট বৌডা বড় হিজলদাগুড়া অঙ্গ লাড়ে না আর সদায় তাঁর ঝকরা কি করিব বুন সহিতে হয় যদি কিছু বলি তবে লোকে বলিবে দেখ এ মাগী বৌদের দেখিতে পারে না। কিন্তু বুন কালা হাঁড়িপানে চাহিয়া বড় বৌটি অতি ভাল এ সংসারে কায কায করে আর ছেল্যা পিল্যা খাওয়াইয়া আঁচিয়া দেয় আর আমাদের সেবা সুস্থ করে তাঁহার জন্যে আমার কোন ব্যামোহ নাই।


তিয়ারিয়া কথা।

 হাড়ে ভেগো মাচকে যাবি কি না আতিতো কোয়া২ করিছে। মুই ফুকারছি তুই ঘুমাইছিস।

 বা। এক কাপকড়ে আইয়াছে। হ্যাঁ ম্যাগ পড়েছে এখন কি জালে যাবাড় সময়। যা ছেঁদে তুই মুইতো এখন যাব না। কালি চেড় আতি থাকিতে গিয়া ছিনুঁ।  যাড় বলে খাবার মাচ পেঁনু না তাতো আজি ম্যাগ পড়েছে। যাত্ব বলে থাবার যাচ পেলু না তাতে আজি ম্যাগ পড়েছে।


 হাড়ে ভাই ম্যাঘের ভয়ে মোদের কাম চলে না ত্যাবেতো মাগ ছাওয়ালকে ভাত কাপড় দিনুঁ।  তোর বড় দেখি সুকবাসের শড়ীল হইয়াছে।


ইজারার পরামর্শ।

 আমি তোমাকে এক পরামর্শ জিজ্ঞাসা করি। তুমি আমাকে সৎপরামর্শ যে হয় তাহ দেও।