পাতা:Introduction to the Bengálí Language - Volume 2.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

120 RAJA KRISHNA CII ANDRA RAY’S স্থান করিয়া পশ্চাৎ আপনাদিগের স্থান মিয়পণ করিয়া সকলেই সেই স্থানে বাস করেন। পরে রাজা আজ্ঞা করিলেন, আমি এই স্থানে পুরী নির্মাণ করিব, পাত্রকে শীঘ্র আনয়ন কর। রাজাজ্ঞানুসারে দূত গিয়া পাত্রকে আনিল। পাত্রকে দেখিয়া মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কছিলেন, তুমি এই স্থানে অপূর্ব্ব এক পুরী প্রস্তুত কর, যেন কোন রূপে কেছ নিন্দ না করে। পাত্র নিবেদন করিলেন, মহারাজ, রাজধানীতে গমন করুন, আমি পুরী নির্মাণ করাই; পশ্চাৎ প্রভত হইলেই মহারাজ আসিয়া দেখিবেন। পাত্রের বাক্যে রাজা রাজধানীতে গমন করিলেন। পাত্র সেই স্থানে থাকিয়া পুরী নির্মাণ করিতে প্রবন্ধ ছাইলেন। সারি দিগে যে নদী আছে সেই গড় হইল; দক্ষিণ দিগের নদী বন্ধন করিয়া প্রধান পথ, এবং সৈন্যের বাসোপযুক্ত স্থান করিলেন; বড় ২ কামান দুই পাঙ্গে রাখিলেন, যে হঠাৎ পুরমধ্যে শতু প্রবেশ করিতে না পারে। তৎপরে অপূর্ব্ব অট্টালিকা, তৎপরে বাল্যাগার, তৎপরে অতি উচ্চ অট্টালিকা, তন্মধ্যে ঘড়ি, তদুৰ্বে ঘণ্টা, তাহার পর চারি পুরস্কার; মধ্যে সদাগরদিগের থাকনের স্থান এব^ হাট, নানাঙ্গাষ্ঠীয় প্রব্যের ক্রয় বিক্রয় হুইবেক, তন্মধ্যে বিস্তারিত পখ, কিঞ্চিৎ দূরে গিয়া এক অট্টালিকা, তন্মধ্যে নানা জাতীয় ঘন্ত্র লইয়া যন্ত্রিরা বাদোদ্যম কfরবে। পরে রাজবাটী প্রথম এক চতুঃসীমা, দক্ষিণ ভারি এক অট্টালিকা, তাহান্তে রাজকীয় ব্যাপার হইবে। তিন পাশ্বে অট্টালিকা, তন্মধ্যে ভূত্যের থাকিবে, পরে এক চতুঃসীমা তন্মধ্যে ঈশ্বরের আলয়। অপূর্ব্ব রম্য স্থান, সহস্র২ লোকে দর্শন করিতে পারে। পরে অপূর্ব্ব এই পুরী, তন্মধ্যে মহারাজের বিরাজ করণের স্থান, চারি দিগে অট্টালিকা, পরে অন্তঃপুর, অতি বৃহৎ বাটী, নানা স্থানে নানা প্রকার অট্টালিক। অন্তঃপুরের কিঞ্চিৎ দূরে এক পুষেপাদ্যান, চতুদিগে প্রাচীর, মহারাণী প্রভূতি পুষেপাদ্যানে গমন করিতে পারেন; পুষেপাদ্যানে নানা জাতীয় পুষ্প, ভষ্মধ্যস্থানে এক অট্টালিকা, তাহাতে বসিয়া রাণী নৰকীদিগের মৃত্য দশন এবৎ গীত বাদ্য শ্রবণ করেন। পশ্চিমদিগের যে পথ সেই পথ দিয়া কিঞ্চিৎ গমন করিলে এক ধর্মশালা, সেখানে অভ আয়ুর পঙ্গু এবং উদাসীন ৰে কেছ উপনীত হইবে, যাহার যে স্বেচ্ছ আহারের দ্রব্য পাইবে, ভাণ্ডার পরিপূর্ণ করিয়া দ্রব্য রাখিলেন। পরে পূর্ব দিগে এক অপূর্ব্ব পুঞ্চেপাদ্যান, তাহার মধ্যস্থানে অট্টালিক এবং নানা জাতীয় বৃক্ষ ও পুষ্প। এই পূপোদ্যানের পর যাবদীয় মহারাজেয় জ্ঞাতি এবং কুটুম্বদিগের পৃথক ২ অট্টালিকাময় বাটী; প্রত্যেক বাটীতে দেবালয়; এই রূপ অনেক প্রকার বাহুল্য করিয়া বাটী প্রস্তুত করিলেন। পরে পাত্র বাটী নির্মাণ করাইয়া - Google