পাতা:Introduction to the Bengálí Language - Volume 2.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

TIIE (`OVETOUS MAN. 181 কোটি মুদ্রা অবশ্য সঞ্চয় করিতে পারিব। সম্প্রতি দশ লক্ষ মুদ্র রাখিয়া ও অবশিষ্ট ধনব্যয় করিয়া যৌবনোfচত সুখভোগ করি; যেহেতুক অর্থ আইসে এব^ যায় আর পুনঃ ২ লভ্য হয়, কিন্তু বাল্যকালাদি যে বয়ঃক্রয় তাহা অতীত হইলে পুনর্ব্বার আগমন করে না। বণিকপূত্রের সহবাসি বয়স্যেরা এই কথা শুনিয়া প্তাহাকে প্রশংসা করিতে লাগিলেন, সাধু বণিকপুত্র, সাধু; তোমার পিতা কৃপণ ছিলেন, তিনি কেবল অখোপাঙ্কন করিয়াছেন, কিছু ভোগ করিতে পারেন নাই, কিন্তু ভূমি ধনস্বামী হইরা অনায়াসে সমুদায় ভোগ করতে পারিব। অনন্তর সেই মূঢ় আপনার সহবাসিদিগের কথাতে উৎসাহ যুক্ত হইয়া মিরস্তর ধন ব্যর কfরতে লাগিল। যাহার ধন থাকে সে যদি অপব্যয় করে, তবে সেই অযথার্থ ব্যয়রপ ব্যসনে ঐ ধনির ধন ক্ষয় হয়; কিন্তু সেই ধনগ্রাহকদিগের এবং অন্য লোকদিগের কিছু হানি হয় না। অপর যাবৎ স্বামির বিভব থাকে, তাবৎ মনুষ্যেরা তাহার ধনাস্বাদন করে ও ৰামিকে স্তব করে, পশ্চাৎ প্রস্তু নিধন হইলে মনুষ্যেরা কেবল তাছার ত্যাগ ও নিন্দ করে। পরে সেই মূঢ় উত্তর কালে কি হইবে, ইহা বিবেচনা না করিয়া সম্বৎসরের মধ্যে মালা এবং চন্দন ও যুবতী আর তাসূল ও আর ২ সুখকর সামগ্রীর নিমিত্তে সর্ব্বস্ব উচ্ছিন্ন করিল, এৰs পূর্ব্বে দশ লক্ষ মুদ্র রাখিবার যে পরামর্শ করিয়াছিল, তাহ না রাখিয়া এক লক্ষ মুদ্রামাত্র রাখিল, পশ্চাৎ কিঞ্চিৎ কালেতে সেই এক লক্ষ টাকা অর্ধেক ব্যয় করিল। যেমন্ত প্রবাহরছি ত কুপের জল লোককর্তৃক নীয়মান হইয়। ক্ষয় পায়, সেই মত উপায় রছিঙ্গপ্রযুক্ত গৃহের সঞ্চিত ধন অল্প ব্যয়েতে ও ক্ষীণ হয়। পরে সেই বণিকপুত্র অলপ হয়েতে BiS BB BBD DBBH BBBB D BB BBBBBS BBDDDDS কোটীশ্বর পুরুষ ও ক্ষীণধন হইলে বুদ্ধি ও বিবেচনাতে রহিত এবs পূর্ব্বাভ্যাস ক্রমেন্তে ব্যয় বাসনা করিয়া সকল ধন ব্যয় করান্তে অল্প কালে দরিদ্র ছয়। XV.—The Covetous Man. অর্থ বস্তৃণশ কথা। যে লুদ্ধ পুরুষ ধন লাভ করিয়া তৃপ্ত হয় না, এবং বহু লাভেচ্ছা করিয়া সর্ব্বদা প্রচুর ধনেতে দীর্ঘ প্রত্যাশা করে, নীতিজ্ঞ লোকেরা তাছাকে বছরাশ ফহেন। তাহার উদাহরণ এই। ৰিজয়নগরেতে কৃতিকুশল নামে এক মালাকার ছিল, সে অতি সুন্দর মালা প্রশ্বন্ত করিছ এবং মালাগ্রাহক নগরস্থ লোকের উপাসনা করিয়া (ാട്ടി