পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বিতীয় অংশ
নাগরিকতা

৫. এই সংবিধানের সূচনাকালে ভারতের এলাকায় বসবাসকারী যে কোন ব্যক্তি এবং —

(ক) যিনি ভারতের এলাকায় জন্মিয়াছেন; অথবা
(খ) যাঁহার পিতা বা মাতা ভারতের এলাকায় জন্মিয়াছিলেন; অথবা
(গ) যিনি এই সূচনাকালের অন্ততঃ পঞ্চ বৎসর পূর্ব হইতে সাধারণভাবে ভারতের এলাকার বাসিন্দা,

ভারতের নাগরিক হইবেন৷

৬. ধারা ৫-এ যাহাই থাকুক না কেন, বর্তমানে পাকিস্তানভুক্ত এলাকা হইতে ভারতের এলাকায় অভিবাসনকারী কোন ব্যক্তি সংবিধানের সূচনাকালে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন যদি —

(ক) ভারতশাসন আইন, ১৯৩৫ (শুরুতে যেমনটি ছিল)-এর সংজ্ঞানুযায়ী তিনি বা তাঁহার মাতা বা পিতা বা তাঁহাদের মাতাপিতার যে কেহ ভারতে জন্মিয়া থাকেন; তথা

(খ) (অ) ১৯৪৮-এর ঊনবিংশ দিবসের পূর্বে ভারতে অভিবাসিত হইয়া থাকিলে তদনন্তর সাধারণভাবে ভারতের এলাকায় বসবাস করিয়া থাকেন, অথবা

(আ) ১৯৪৮-এর ঊনবিংশ দিবসে বা তাহার পরে ভারতে অভিবাসিত হইয়া থাকিলে ভারতীয় অধিরাজ্যের সরকার-নির্দেশিত

সংবিধানের সূচনাকালে নাগরিকতা৷

পাকিস্তান হইতে ভারতে অভিবাসিত ব্যক্তিবর্গের নাগরিকতার অধিকার৷