পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১০. ভারতের নাগরিক অথবা নাগরিকরূপে গণ্য সব ব্যক্তি, সংসদ-প্রণীতব্য আইন-সাপেক্ষে, নাগরিক থাকিয়া যাইবেন৷

১১. এই অংশের উপরিউক্ত কোন প্রাবধানই নাগরিকতার প্রাপ্তি ও বিলোপ এবং নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যেকোন বিষয়ে কোনরূপ প্রাবধান তৈরীতে সংসদের ক্ষমতাকে ক্ষুণ্ণ করিবে না৷

নাগরিকতার অধিকারের চলমানতা৷

নাগরিকতার অধিকার সংসদীয় আইনের নিয়ন্ত্রণ-সাপেক্ষ৷