পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 (৫) এই ধারার কোন কিছুই এমন কোন আইনকে প্রতিবন্ধিত করিবে না যাহাতে প্রাবধান আছে যে কোন নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ভুক্ত কোন সংস্থার পদাধিকারী বা প্রশাসন পরিষদের সদস্য ঐ ধর্ম বা সম্প্রদায়ভুক্ত হইবেন৷

১৭. “অস্পৃশ্যতা” বিলোপ করা হইল তথা যে কোন প্রকারে এর অনুপালন নিষিদ্ধ হইল৷ অস্পৃশ্যতাজনিত কোন প্রকার প্রতিবন্ধন আইন-অনুসারে শাস্তিযোগ্য হইবে৷

১৮. (১) সামরিক ও জ্ঞানজাগতিক ব্যতিরেকে রাষ্ট্র কোন খেতাব অর্পণ করিবে না৷
 (২) কোন ভারতীয় নাগরিক কোন বৈদেশিক খেতাব গ্রহণ করিবেন না৷
 (৩) কোন বিদেশী নাগরিক ভারত রাষ্ট্রের অধীন কোন লাভ বা বিশ্বাসের পদে কার্যরত অবস্থায় রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোন বৈদেশিক খেতাব গ্রহণ করিবেন না৷
 (৪) রাষ্ট্রের অধীন কোন লাভ বা বিশ্বাসের পদে কার্যরত কোন ব্যক্তি রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোন বিদেশী রাষ্ট্রের অধীন বা সেই রাষ্ট্র হইতে কোন উপহার, পারিশ্রমিক বা পদ গ্রহণ করিবেন না৷

স্বাধীনতার অধিকার

১৯. (১) সব নাগরিকের এই অধিকারগুলি থাকিবে —

(ক) বাক্য ও প্রকাশের স্বাধীনতা;
(খ) শান্তিপূর্ণ ও নিরস্ত্র জমায়েতের অধিকার;
(গ) সমিতি বা সংঘ গঠন;
(ঘ) ভারতের এলাকায় নির্বাধ চলাচল;
(ঙ) ভারতের এলাকাভুক্ত যে কোন স্থানে বসবাস ও স্থায়ী আবাসন;
(চ) সম্পত্তি ক্রয়, রক্ষণ ও বিক্রয়; এবং
(ছ) যে কোন পেশা নির্বাহ বা যে কোন জীবিকা, বৃত্তি বা ব্যবসা চালানো৷

 (২) উপধারা (১)-এর অনুধারা (ক)-স্থিত কোন কিছুই এমন কোন বর্তমান আইনকে বা রাষ্ট্রকে এমন কোন আইন তৈরীতে বাধা দিবে না যাহা পরনিন্দা, কুৎসা, মানহানি, আদালত অবমাননা বা শিষ্টতা বা নৈতিকতার পরিপন্থী কোন বিষয় বা

অস্পৃশ্যতার বিলোপ৷

খেতাবের বিলোপ৷

বাক্‌স্বাধীনতা ও অন্যান্য অধিকারের সুরক্ষা৷