পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
 আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গড়িয়া তুলিবার নিমিত্ত সত্যনিষ্ঠার সহিত শপথ গ্রহণ করিতেছি এবং তাহার সকল নাগরিকের জন্য

 ন্যায়বিচার, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক;

 স্বাধীনতা, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার;

 সাম্য, মর্যাদা ও সুযোগসুবিধার;

এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করিয়া

 সৌভ্রাতৃত্ব গড়িয়া তুলিবার উদ্দেশ্যে

 আমাদের সংবিধান সভায় আজ ১৯৪৯ সালের ছাব্বিশে নভেম্বর, এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করিতেছি।