পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত-রাজারাম দত্ত—১৭শ শতাব্দী। ఆఖరి বিলম্ব না কর রাজা শুন মোর বাণী।. যথা গেলে রক্ষা পায় তথা যাহ তুমি॥ বাস্থকিব বোলে রাজা চিন্তিত হইল। বিষন্ন বদন হয় মৌনেতে উঠিল। মনেতে ভাবেন লব কাহার শরণ। কৃষ্ণ-ভয় মোরে নিবারিব কোন জন। ধাতার চরিত্র কেবা বুঝিবারে পারে। এই তুরঙ্গিণী শক্র হইল আমারে। কেন বা দুর্ব্বাস গেল ইন্দ্রের ভবনে। কেন না উর্ব্বশী যাইল ইন্দ্রের সদনে। কেন বা দুর্ব্বাসামুনি শাপ দিল তারে। তুরদিনী হয়। আইল বনের ভিতরে মৃগয়াতে কি কারণে গেলাম আমি বনে। কেন দরশন হইল তুরঙ্গিণী-সনে। কেন বা নারদ মুনি কৃষ্ণকে কহিল। তাহার কারণে মোর প্রমাদ ঘটিল | যখন গোৱিন্দ বুড়ী চাহিল মোর স্থানে। বিপরীত বুদ্ধি মোর হৈল কি কারণে। কেন বা না দিল অশ্ব কৃষ্ণের আজ্ঞায়। কি বুদ্ধি করিব আমি না দেখি উপায়। বড় বড় মহতের লইল শরণ। - - হেন জন নাই মোর করিতে রক্ষণ। - এখন লইব আমি কাহার শরণ। . — - - - রক্ষাহেতু नाङ्के দেখি এ তিন ভুবন॥। ー エリ মহাবল পরাক্রম ধর্ম্ম মহারাজা। - বীর সব আছে তার রণে মহাতেজ | সে জনে শরণ নিলে রাখয়ে আমারে।, প্রবন্ধ করিয়া যদি রাখিবারে পারে। - এত বলি নরপতি চড়ি তুণি॥ হস্তিনায় গেল যথা কুরু-ৰূপমণি॥ o T দুর্যোধন,দেখিল দীর আগমন। সভাতে আনিল রাজা করি সম্বোধন॥ 2: «