পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b^y f*:: বঙ্গ-সাহিত্য-পরিচয়। প্রাণ রক্ষা করিতে উপায় না দেখিয়া। গঙ্গায় মরিতে আইলাম তুরঙ্গিণী লয়্যা॥ কে তুমি সুন্দরী বট পুছ কি কারণ। আমার কারণে কেন শোকাকুল মন॥ কাহার নন্দিনী তুমি কাহার বনিত। যদি চিত্ত লয় আপনার মোর কথা॥ সুভদ্রা বলিল আমি কৃষ্ণের ভগিনী।, বলভদ্র-সহোদরা অর্জুন-ঘরণী॥ বসুদেব-তনয়া আমি গুন নরপতি। অর্জন আমার পতি পাণ্ডব সন্ততি॥ তোমারে দেখিয়া মোর হইল করুণা। অবশু করিব আমি ইহার মন্ত্রণ॥ শুন দণ্ডী রাজা ভয় না করিহ মনে। তোমারে রাখিব ভীম শুনহ বচনে॥ আমার ভাস্থর হন ধর্ম্মের কনিষ্ঠ। ভীমসেন মহাবীর বড়ই বলিষ্ঠ॥ সে তোম শরণ দিয়া রাখিবে নিশ্চয়। শুন তুমি মহারাজা না ভাবিহ ভয়। এত বলি রাজাকে রাখিয়া সেই স্থানে। চলিলা মুভদ্রা দেবী ভীমের সদনে॥ দ্বারে গিয়া উপস্থিত ভদ্র পুরজন। আগুবাড়ি আসি নিল পুরনারীগণ ৷ নারীগণ দেখি জিজ্ঞাসিল ভীমসেনে (১)। অভিমনু্য-জননী আইল কি কারণে॥ নারীগণ সম্বোধিয়া বলে সুভদ্রায়। বড় কার্য্য হেতু আমি আইলাম হেথায়॥ দণ্ডী নামে এক রাজা অবন্তী দেশের। মরিবারে আসিয়াছে ভয়ে গোবিন্দের॥ বনেতে পেয়েছে ঘুড়ী ইহার কারণ। না দিল কৃষ্ণেরে তেই ক্রোধ অকারণ॥ (১) ভীমসেন নারীগণকে জিজ্ঞাসা করিলেন।,,