পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b^Sు বঙ্গ-সাহিত্য-পরিচয়। চৈতন্য-বন্দন। অবনীতে অবধৌত কৃষ্ণ পূর্ণরূপ-যুত চূড়ামণি সন্তাসী-আকার। সঙ্গে প্রভু নিত্যানন্দ আর যত ভক্তবৃন্দ চরণে করিয়া পরিহার॥ ক্ষিতি জম্বুদ্বীপ ধন্ত যাহে নবদ্বীপ রম্য ধন্ত ধন্ত মিশ্র পুরন্দর। যাহার ঘরেতে জন্ম সন্তাসীর রূপ ব্রহ্ম করঙ্গ কৌপীন দণ্ডধর॥ ধন্ত শচী গুণবতী গুপ্তেতে কৌশল্যা মূর্ত্তি অণস্বয়া আকৃতি অদিতি। দৈবকী দেবহুতি ধার্ম্মিক যশোমতী রোহিণী রেণুকা সত্যবতী॥ ধন্ত সে জঠর ধন্ত যাহে বসে শ্রীচৈতন্ত ক্ষিতিতলে অঞ্জলি অঞ্জন। তীর্থ হেম অতি আভা শশী কোটি মুখ-শোভা বার বেলা পাষণ্ড-দলন॥ সঙ্গেতে অদ্বৈত প্রভু বৈষ্ণব-প্রধান শস্তু সীতা ঠাকুরাণী হৈমবতী। অজরীপে হরিদাস দেবখষি শ্রীনিবাস মুরারি ভূপতি রঘুপতি। সুন্দর গোপী আনন্দ গৌরীদাস ভবানন্দ পুরুষোত্তম দাস অনুপাম। ভক্ত উদ্ধারণ দত্ত পরম শাস্ত্রেতে জ্ঞাত সদা গোবিন্দের গুণগান॥ বিনোদিয়া কালিয়া কানাই। সংসার আছিল যত কৃষ্ণে ভক্তিহীন স্থত বিষয়ী বিষয় মূর্ত্তিমান। জগাই মাধাই আদি যতেক পাষণ্ড বাদী হরিগুণে সদাই বিড়ম্বন॥ দেখি গোর হৈল ধৃষ্ট সংসার হৈল নষ্ট গ্রাসে কলি হইল ভূজঙ্গ।