পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—দ্বিজ পরশুরাম–১৭শ শতাব্দী। సిం రి শুন শুন অহে সখা সুদাম ব্রাহ্মণ। কি এনেছ মোর তরে দিব্য উপায়ন॥ অল্প বুঝি হেন বলি নাই দেন মোরে। ভক্ত আনি দিলে আমি লইত সাদরে। ক্ষুদ লুণ্ঠন ৷ পত্র পুষ্প ফল জল দেয় ভক্ত লোকে। অভক্তের অন্নে মোর নাহি হয় ইচ্ছা। তুমি কি এনেছ সখা না কহিয় মিথ্যা ৷ এতেক ভাবিএ তবে দেব বনমালী। কাড়িয়া লইল কৃষ্ণ ক্ষুদের পুটলী। ক্ষুদ দেখিয়া সন্তুষ্ট হইলা বনমালী। আহা অহো প্রিয় সখা লজ্জা কর কেনে। বড় সন্তুষ্ট আমি এই উপায়নে॥ এত বলি কৃষ্ণ স্থদামার ক্ষুদ লইয়া। এক মুষ্টি খাইলা কৃষ্ণ বড় তুষ্ট হৈয়া॥ আর এক মুষ্টি যেই লইলা থাইতে। হেন কালে লক্ষ্মীদেবী ধরিলেন হাতে॥ যে থাইলে সেই ভাল না থাইও আর। কত দিনে শুধে যাবে সুদামার ধার॥ বিপ্রের বিষম ধার বলিলাম তোমারে। কত কাল খাটিব গিয়া সুদামার ঘরে॥ কৃষ্ণ বলেন লক্ষ্মীদেবি জানিছি সকল। শুনেছ আমার নাম ভকতবৎসল। - সুদামার ক্ষুদ প্রভু খাইলা নারায়ণ। তবে ত সুদাম বিপ্র আনন্দিত মন॥ হরিষে শয়নে রহিলা কৃষ্ণের মন্দিরে। অনুক্ষণ মনে ভাবেন দেব গদাধরে॥ দ্বিজ পরশুরামে গান পুরাণের সার। কিসের অভাব তার কৃষ্ণ সখা যার॥ শয়নে রহিলা দ্বিজ কৃষ্ণের মন্দিরে। হেন কালে লক্ষ্মীদেবী চিস্তেন অন্তরে॥ ভিক্ষুকের ক্ষুদ থাল্যা নারায়ণে। সুদামার ধার আমি শুধিব কেমনে॥