পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—দ্বিজ পরশুরাম—১৭শ শতাব্দী। సిe( কোকিলের কলরব ডাকে কাকগণ। বিপ্রের স্থান হইল যেন বৃন্দাবন॥ লক্ষ্মীর আজ্ঞায় হইল সকলি নির্ম্মাণ। বিশ্বকর্ম্ম সহায় গেলা নিজ স্থান॥ হেথা অন্তরে জানিয়া লক্ষ্মী করিল গমন। চন্দ্রের কিরণ দেখি বিপ্রের ভবন॥ এক রূপে লক্ষ্মী দেবী কৃষ্ণের সাক্ষাতে। আর রূপে রছিলেন বিপ্রের গৃহেতে॥ ভবসিন্ধু মহাশয় কেমনে হব গতি। দ্বিজ পরশুরাম গান গোবিন্দ ভকতি॥ রাত্রি প্রভাত হইল উঠিলা ব্রাহ্মণ। গোবিন্দ সহিত যে করিল আলিঙ্গন॥ বিপ্র বলেন প্রভূ আমি যাই নিজ-বাস। জন্মে জন্মে না ছাড়িব রাঙ্গাপদ আশ॥ এতেক বলিয়া দ্বিজ হইলা বিদায়। প্রণাম করিলা কৃষ্ণ ব্রাহ্মণের পায়॥ লজ্জা হেতু বিপ্র কিছু না মাগিল ধন। বিদায় হইয়া বিপ্র যান নিকেতন॥ পথে পথে যায় বিপ্র ভাবেন অন্তরে। স্ত্রী আমারে পাঠাইল ধন মাগিবারে॥ লজ্জার কারণে আমি না মাগিল ধন। স্ত্রীকে কি বলিব গিয়া নিকেতন॥ সর্ব্ব-আত্মা ভগবান জানেন সকল। কেনে ধন নাঞি দিলেন ভকত-বত্সল ৷ ধনে লুব্ধ হয়্যা পাছে পাসরিতাম তারে। এই হেতু ধন কৃষ্ণ নাই দিলেন মোরে। অতএব বুঝিলাম কৃষ্ণ বড় দয়াময়। এতেক আদর কৈল কৃষ্ণ মহাশয়॥ অপূর্ব্ব প্রভুর মায়া বুঝিলাম কারণ। ভাবিতে চিন্তিতে দ্বিজ আইলা নিকেতন॥ রত্নময় পুরীখান দেখেন সম্মুখে। দ্বিজ পরশুরাম গান শুন সর্ব্বলোকে॥ Y > 8