পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

送)oぐり সুদামার বিস্ময়। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দাড়াইয়া সুদামা বিপ্র দেখে পুরীখান। স্বর্য্য-সমান আভা শোভিত বিমান॥ বিচিত্র উদ্যান উপরে মনোহর। কোকিলের কলরব গুঞ্জরে ভ্রমর॥ চতুর্দ্দিগে শোভ করে দিঘী সরোবর। প্রফুল্ল কুমুদ কহলার তাহার উপর॥ অনুক্ষণ দাস দাসী অপূর্ব্ব অঙ্গনা। সরোবর-ঘাটে করে অঙ্গের মার্জনা॥ পুরীখান দেখিয়া ভাবেন দ্বিজবর। কোন রাজা আসি মোর নিল বাড়ী ঘর॥ এইখানে ছিল মোর ঘরের কুড়্যাথানি। কোথাকারে গেল মোর দুঃখিনী ব্রাহ্মণী॥ হেন রত্নময় পুরী কে করিল না জানি। উদর-জালায় কিবা তেজিল পরাণী॥ মাতা পিতা নাই কেহ ভাই সহোদর। ত্রিভূবনে নাহি কেহ যাবেন কার ঘর॥ গিয়াছিলাম কৃষ্ণের ঠাঞি মাগিবারে ধন। এই হেতু মোরে বিড়ম্বিল নারায়ণ॥ কেমনে জানিব বিড়ম্বিব নারায়ণ॥ কেমনে জানিব বিড়ম্বিব যে গোবিন্দে। দাড়াইয়া ধরিতাম তার চরণারবিন্দে॥ দণ্ডাইয়্যা সুদামা বিপ্র ভাবে মনে মন। তাহা দেখি যত সব দাস দাসীগণ॥ যাইয়্যা কহিল সব ব্রাহ্মণীর কাছে। দুঃখিত ব্রাহ্মণ এক দাণ্ডাইয়া আছে। এত শুনি বিপ্রনারী হইলা সম্বিতি। দুঃখিত ব্রাহ্মণ নয় মোর প্রাণের পতি॥ দাস দাসী সহিতে যান স্বামীরে আনিতে। লক্ষ্মী যেন চলিলেন কৃষ্ণ সম্ভাষিতে॥ বাড়ীর বাহির হৈলা বিপ্রের রমণী। চিনিতে না পারে বিপ্র আপনার ব্রাহ্মণী॥ স্বামীর চরণে গিয়া কৈল নমস্কার। বিপ্র বলে কে তুমি কহ সমাচার॥