পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—জীবন চক্রবর্ত্ত—১৮শ শতাব্দী। సి) ) মথুরায় গোপনারী মুখে বেচা কেন করি সভে বলে চল যাহ ঘর। যাইতে অনেক দূর আছে বৃকভানু-পুর বেলা হইল তৃতীয় প্রহর। বুড়ি বলে চল সভে বিলম্ব না কর তবে এত বলি গমন ত্বরিত। পরিহাস সর্থী-সঙ্গে হাসিতে খেলিতে রঙ্গে যমুনার কুলে উপনীত ৷ যমুনার জল দেখি গোপী বলে ওগো সখি সহসা যমুনার জলআজি বড় বিপরীত হয়। বুদ্ধি-দর্শনে গোপীদের মথুরা-গমন কালে যাই এক হাটু জলে অীশঙ্কা। আসিতে সকল জলময় ৷ কি করি কোথায় যাই উপায় না দেখি রাই কেমনে হইব মোরা পার। কি ক্ষণে আপনা থাইয়া আইলাঙ বাহির হইয়া ঘরে যাইতে না পাইল আর॥ প্রথমে আসিতে পথে ঠেকিলাঙ ডানির হাতে বড়াই করিল বিমোচন। বিচারিয়া কহ মোরে এইত বিষম ঘোরে পার করে নাহি হেন জন॥ বেচিতে আইলাঙ দধি পথে এত ঠেক যদি জানিলে আসিতাঙ মোরা কেনি। বড়াই (১) সকল জান তবে না বলিলে কেন এবে পার করহ আপনি ৷ হাসিয়া বড়াই বলে পার হৈয়া যবে গেলে না বুঝিলে তখন এমন। আসিতে বাঢ়িল জল না জানি কি করি ছল মোরে দোষ দেহ অকারণ। (১) বড়াই =বৃন্দাবনের বুদ্ধা রমণী, ইনিই যোগমায়া, রাধা-কৃষ্ণমিলনের কারণ।