পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి)8 সীতার কাহিনী। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এই স্থানে মোরা যদি আজি রাত্রি রই। কুলটা রমণী বলি নাই লব কোই। শুন গো বড়াই আমি কহি ইতিহাস। যেন মতে শুন্ত গছি সীতার বনবাস॥ এক রজকের নারী অযোধ্যা-নগরে। বস্ত্র দিতে লয়ে গেল গৃহস্থের ঘরে॥ দেবতা আইল বৃষ্টি এমন সময়। কত নিশি গেল ঝড় বরিষণ হয় ৷ নিশিকালে রজকিনী আইল ভবনে। রজক দেখিয়া তারে করএ তর্জনে॥ এত রাত্রি কোথা ছিলি তুঞি একাকিনী। তোরে আর না লইব দূর হ পাপিনি। রাম যেন সীতা লইয়া রাখিলেন ঘরে। তেমত পাইলি মোরে তুঞিত আমারে॥ লোকের চরিত্র রাম জানিঞা আপনি। নগরে ফিরিতেছিল শুনিলা কাহিনী ৷ রজকের বাণী শুনি কলঙ্কের ভয়। সীতা-সতী বনে পাঠাইলা মহাশয়॥ প্রথমে যখন যাই মথুরার পথে। ঠেকেছিলাঙ মুঞি এক গোঙারের হাতে॥ শুনিয়াছি লোক মুখে হেন সব কথা। রজনী বঞ্চিতে মোরা নারিব সর্ব্বথা॥ বিপাকে পড়িয়া যদি থাকে এইখানে। ঘরের বান্ধবগণ ইহা নাঞি জানে॥ বস্থপণ মাগে নায়া গ্রহপণ (১) দি। আজি দিক পার করি শুন গোপের রী॥ এত শুনি বুড়ী বলে শুন গোপীগণ। কর্ণধারে দেখিয়া কেমন করে মন॥ নাহিক যৌবন মোর কি করিব আর। দেখিয়া থাকিব রূপ মরুক মেনে পার॥ (১) নয় পণ।