পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৷৹
সূচীপত্র।

৯২১৯২৩ পৃঃ। উদ্ধবানন্দের রাধিকা-মঙ্গল ৯২৩৯২৪ পৃঃ। ঈশ্বরচন্দ্র সরকারের প্রভাস-খণ্ড (খৃঃ ১৯শ শতাব্দী) ৯২৪৯৩০ পৃঃ। রাধাকৃষ্ণ দাসের ভাগবত (খৃঃ ১৯শ শতাব্দী) ৯৩০৯৫৯ পৃঃ।


দ্বিতীয় খণ্ড।

(৯৬১১৮১৯ পৃষ্ঠা।)

পদাবলী ৯৬৩১১৪৬ পৃঃ।

চণ্ডিদাসের শ্রীকৃষ্ণ-কীর্ত্তন (খৃঃ ১৪শ শতাব্দী) ৯৬৩৯৬৮ পৃঃ। চণ্ডিদাসের পদাবলী (খৃঃ ১৪শ শতাব্দী) ৯৬৮১০০২ পৃঃ। রামমণির পদাবলী (খৃঃ ১৪শ শতাব্দী) ১০০২১০০৪ পৃঃ। বিদ্যাপতির পদাবলী (খৃঃ ১৪-১৫শ শতাব্দী) ১০০৫১০২৬ পৃঃ। গোবিন্দদাসের পদাবলী (খৃঃ ১৬শ শতাব্দী) ১০২৬১০৫২ পৃঃ। গোবিন্দ চক্রবর্ত্তীর পদাবলী (খৃঃ ১৬শ শতাব্দী) ১০৫২১০৫৫ পৃঃ। জ্ঞানদাসের পদাবলী (খৃঃ ১৬শ শতাব্দী) ১০৫৫১০৬৪ পৃঃ। বলরাম দাসের পদাবলী (খৃঃ ১৬-১৭শ শতাব্দী) ১০৬৫১০৭৪ পৃঃ। ঘনশ্যাম দাসের পদাবলী (খৃঃ ১৭শ শতাব্দী) ১০৭৫১০৮৯ পৃঃ। অপরাপর প্রাচীন কবিগণের—যথা, মুরারি গুপ্ত, সনাতন, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, নরহরি, রামানন্দ, বৃন্দাবন দাস, রঘুনাথ দাস, বংশীবদন, অনন্ত দাস, লোচন দাস, রায় বসন্ত, যদুনন্দন, যদুনাথ দাস, যাদবেন্দ্র, শ্রীদাম দাস, পুরুষোত্তম, কবিরঞ্জন, প্রেমদাস, জগন্নাথ দাস, রাধামোহন, নরসিংহ দাস, দ্বিজ মাধব, দুখিনী, জ্ঞান-হরিদাস, দ্বিজ ভীম, নরোত্তম দাস, দ্বিজ হরিদাস, ভূপতি সিংহ, বীর হাম্বীর, উদ্ধব দাস, শ্যামানন্দ, জগদানন্দ, মাধব, কবিশেখর, রায়শেখর-চন্দ্রশেখর-শশিশেখর, দ্বিজ শ্যামদাস, রামচন্দ্র, কামদেব দাস, গোপীরমণ, রাজা নৃসিংহদেব, মাধবী দাসী, প্রেমদাস, জয়কৃষ্ণ দাস, রঘুনন্দন গোস্বামী, মুসলমান বৈষ্ণব-পদকর্ত্তা আলওয়াল, অলিরাজা, সাহ আকবর, নসির মামুদ, হবিব, সালবেগ, কবীর, সেথ লাল, ফতন, ভিখন ও সৈয়দ মর্ত্ত জার পদাবলী (খৃঃ ১৫-১৮শ শতাব্দী) ১০৯০১১৪৬ পৃঃ।

বৈষ্ণব-চরিতাখ্যান ১১৪৭১২৮০ পৃঃ।

গোবিন্দদাসের কড়চা (১৫১০—১৫১১ খৃঃ) ১১৪৭১১৬৩ পৃঃ। জয়ানন্দের চৈতন্য-মঙ্গল (১৫৪০ খৃঃ) ১১৬৩১১৭০ পৃঃ। বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য-ভাগবত (১৫০৭—১৫৮৯ খৃঃ) ১১৭১১১৯০ পৃঃ। লোচনদাসের চৈতন্য-মঙ্গল (১৫৩৭ খৃঃ) ১১৯০১১৯৬ পৃঃ। নিত্যানন্দের প্রেমবিলাস (১৬শ শতাব্দী) ১১৯৭১২০৫ পৃঃ। ঈশান নাগরের অদ্বৈত-