পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
বঙ্গ-সাহিত্য-পরিচয়।
চোর সেবক চোরা গাই।

খল পরশী দুষ্ট ভাই॥
দুষ্টা নারী পুত্ত্র জুয়ার[১]
বলে ডাক পরিহাস সার॥

বুড়া গরু বস্ত্র পুরাণ।

চোর গাই গান্ধিচুষা-ধান[২]
যে বিচে[৩] সেই সিয়ান।
ইহা বিচিতে না পুছিব আন॥[৪]


খনার বচন।

বৌদ্ধযুগ—খনা—খৃঃ ৮ম-১২শ শতাব্দী।

 ডাকের ন্যায় খনার সম্বন্ধেও অনেক প্রবাদ প্রচলিত আছে। সেই সকল প্রবাদ বিশ্বাসযোগ্য বলিয়া মনে হয় না। খনা মিহিরের স্ত্রী ছিলেন বলিয়া উক্ত আছে। যখন শাক-দ্বীপি-ব্রাহ্মণগণের এক শাখার উপাধিই মিহির ছিল, তখন ঐ উপাধিবিশিষ্ট ব্যক্তি পাইলেই প্রসিদ্ধ জ্যোতির্ব্বিদ্‌ বরাহমিহিরের সঙ্গে তাঁহাকে সংশ্লিষ্ট করা যুক্তিযুক্ত নহে। খনা-সংক্রান্ত উপাখ্যানসমূহ হইতে আমরা এই কয়েকটি তত্ত্ব পাইতেছি:—খনার পিতার নাম অটনাচার্য্য ছিল;—এ সম্বন্ধে খনার নিজেরই বচন আছে—

“আমি অটনাচার্য্যের বেটি।
গণতে গাঁথতে কারে বা আঁটি[৫]

খনার জন্মস্থান রাক্ষস-দেশ বলিয়া কথিত আছে। রাজ-তরঙ্গিণীতে “বঙ্গ-রাক্ষসৈঃ” পদ দ্বারা প্রমাণিত হয়, বঙ্গদেশেরই এক সময়ে সেই প্রসিদ্ধি ছিল। খনার বচন বঙ্গভাষায় প্রাপ্ত হওয়ায় খনার মাতৃ-ভাষা যে বঙ্গভাষা ছিল, তৎসম্বন্ধে আপত্তির কারণ দেখা যায় না। তাঁহার

  1. যে জুয়া খেলে।
  2. গান্ধিপোকায় যে ধানকে চুষিয়া সার-শূন্য করিয়া ফেলে।
  3. বিচে=বেচে=বিক্রয় করে।
  4. ইহা বিক্রয় করিতে কাহাকেও জিজ্ঞাসা করিবার প্রয়োজন নাই, অর্থাৎ যত শীঘ্র বিক্রয় হয় ততই মঙ্গল।
  5. আঁটি=ভয় করি।