পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ মাণিকচন্দ্র রাজার রাজত্বকালে প্রজার সমৃদ্ধি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ঢুকিয়াছে। উড়িষ্যায় যে গান প্রচলিত আছে, তাঙ্গ পরে প্রদত্ত হইবে। হিন্দুস্থানী ভাষায় গোপীচন্দ্রের গান এখনও দৃষ্ট হয়। লক্ষ্মণ-দাস-কৃত হিন্দী গানে বঙ্গীয় রাজার গুরু জলন্ধার যোগী, তাহার মাতা মৈনাবন্তী (ময়নাবতীর অপভ্রংশ ), তদীয় গুরু গোরক্ষনাথ প্রভৃতি বঙ্গীয় গীতোল্লিখিত চরিত্রবর্গের প্রায় সমস্তেরই উল্লেখ আছে। মহারাষ্ট্রদেশে বঙ্গীয় গোপীচন্দ্রের সন্ন্যাস লইয়া এখনও কাব্য ও নাটক রচিত হইয়া থাকে। স্থপ্রসিদ্ধ চিত্রকর রাজা রবিবর্ম্মা গোপীচাদের একখানি চিত্র অঙ্কন করিয়াছেন, তাহা বাজারে কিনিতে পাওয়া যায়। প্রায় সহস্ৰ বৎসর পরে এখনও পালবংশীয় রাজার সন্ন্যাস সমস্ত ভারতবর্ষের হৃদয়ে আঘাত করিতেছে। এতদ্বারা এই ঘটনা যে এককালে কতদূর শোকাবহ হইয়াছিল, তাহার পরিচয় পাওয়া যায়। পাল-রাজগণের অধিকার এক সময়ে প্রায় সমস্ত আর্য্যাবর্ত্ত-ব্যাপক ছিল এবং দক্ষিণাত্যেও র্তাহাদের স্তাবকবৃন্দের অভাব ছিল না —এই কারণে সমস্ত ভারতবর্ষে তাহদের গুণ-গাথা ছড়াইয় পড়িয়াছিল। শ্রীযুক্ত ছৰ্গানারায়ণ শাস্ত্রী মহাশয় হিন্দী ও উর্দু ভাষায় বিবিধ কবির রচিত মাণিকচন্দ্র রাজার গান পাঞ্জাব হইতে সংগ্রহ করিয়া আনিয়াছেন। মাণিকচন্দ্র রাজা বঙ্গে বড় সতি। হালখানায় মাসর সাধে (১) দেড় বুড়ি কড়ি (২)। দেড় বুড়ি কড়ি লোকে খাজনা যোগায়। অষ্টমী পূজার দিনে পাঠ গোঠে (৩) লয়। খড়ী বেচা হৈয়ে যে খড়ী ভার যোগায়। তার বদলী ছয় মাস পাল খায়॥ পাত বেচা হৈয়ে যে পাত আঁটি যোগায়। তারে বদলী ছয় মাস পাল খায়। ঐত মাণিকচন্দ্র রাজা সরূয়া (৪) নালের (৫) বেড়া। একতন যেকতন কৈরে যে খাইছে তার দুয়ারত ঘোড়া। (৬) (১) মাসরা=মাসহরা; সাধে=অর্জন করে। এখনও পূর্ববঙ্গের কোন কোন স্থলে “সাইধ করে” উপাৰ্জ্জন করে অর্থে ব্যবহৃত হয়। (২) প্রত্যেক লাঙ্গলে কৃষক দেড় বুড়ি কড়ি অর্জন করে। (৩) গোঠে = একটি। (৪) সরূয়া=সরু। (৫) নালের =নলের। (৬) যে ব্যক্তি কোন প্রকারে সংসার নির্বাহ করিতেছে, তাহার দ্বারেও ঘোটক বাধা আছে।