পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। లి) ইসি কত গুলা দেন ঘাটে উছরগিয়া (১)। ধূপ সিন্দুর দেন ঘাটে জালাইয়া। অফিন্ন বীমার থোপ (২) আনে উপাড়িয়া। লাটি চিপিয়া দেন ছাড়িয়া॥ ঐ সাপ নিলে অঞ্চল পাতিয়া॥ রবিবার দিন লোকে সাও (৩) দিল। সোমবার দিন রাজার এ জরি (৪) করিল। মঙ্গলবার দিন রাজা কাহিলা পড়িল। বুধবারে রাজা অন্ন পানী ছাড়িল ৷ ফির মঙ্গলবারে চিত্র-গোবিন্দ (৫) দফতর খুলিল। মাণিকচন্দ্র রাজার ছয় মাস পরমাই দপ্তর নাগাইল পাইল॥ বেরা (৬) মুখ হৈয়ে শমন রাজাক বলিবর লাগিল। অসতি রাজা হইল রাজ্যের ভিতর। সেই রাজাক লৈয়া আইস যমালয়ের ভিতর॥ আবার যমকে ডাকিবার লাগিল। গোদ-যমের নামে চিঠি হাওলাত কৈরে দিল॥ তোক বলো (৭) গোদা-যম বাক্য মোর ধর। হাতে গলে মাণিকচন্দ্র রাজাক বান্ধিয়া হাজির কর॥ চামের দড়ি লোহার ডাঙ্গ (৮) নৈলে গিরো দিয়া। তখনে গোদা-যম চলিল হাটিয়া॥ কতদূরে যেয়ে গোদা কত পাছ পায়। কতক যাইতে মাণিকচন্দ্র রাজার বাড়ী পায়॥ ছয় মাসের কাহিলা রাজা মহলের ভিতর। তওত (৯) খবর নাহি করে ময়না সুন্দর॥ তোক বলে যে নেঙ্গা (১০) পাত্র বাক্য মোর ধর। এই কথা জানাও গিয়ে ময়নার বরাবর॥ (১১) (৯) উৎসরিা=উৎসর্গ করিা। (২) অফুটন্ত বীরণ-পত্রের (বেণার ) স্ত,প-রাশি। (৩) সাও=সাঙ্গ =পূজা শেষ করিল। (৪) একজর = অবিরাম জর। (৫) চিত্রগোবিন্দ অর্থাৎ চিত্রগুপ্ত। (৬) বেল্লা=বিষঃ। (৭) বলো = বলি। (৮) দণ্ড। (৯) তওত = তথাপি। (১০) নেঙ্গ—মাণিকচন্দ্রের ভ্রাতা ও মন্ত্রী ( পাত্র )। (১১) এই সংবাদ আমার স্ত্রী ময়নামতীকে জানাইয়া আইস। পুজার ফলে রাজার আয়ু-নাশ। চিত্রগুপ্তের দপ্তর দেখা। রাজীকে আনিতে গোদ-যমের গমন। নেজার ময়নামতীকে সংবাদ দান।