পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। ○○ শ্রীচৈতন্ত নিত্যানন্দ অধিক রাধে সীতা। শ্রীশুরু বৈষ্ণব বন-ন ভাগবত গীতা। ভিক্ষ বলিয় রাজার বেটা কান্দিবার লাগিল। হাতী ঘোড়া দণ্ড ছত্র গোলাম খেতু ভিক্ষা দিল। (১) ঐ ভিক্ষা গুরুর চরণত দিয়া প্রণাম করিল। ষ ষা রাজার বেটা তোমাক দিলু বর। তিন কোণ পৃথিবী (২) টলিয়া গেলে না যাও যমর ঘর। (৩) যেন মতে ধর্ম্মী রাজা বেনা মুখ হইল। সর্গর মুনিগণ সর্গত চলি গেল। পচি লোটা জলে ময়না সিনান করিয়া! ময়নামতীর স্নান ও হাসিয়া নিজ ঘরত ময়না সোন্দাইল গিয়া॥ রন্ধন। নড় দিয়া এক ভাত পঞ্চাশ বানুন রন্ধন করিয়া। স্বর্ণর থালত অন্ন দিল পরশিয়া। ভৃঙ্গরর ঝারির জল দিলেক ঢালিয়া। অন্ন খাও অন্ন খাও রাজ দুলালিয়া॥ হাসিয়া থেলিয়া যাও পর দেশক লাগিয়া॥ যেন মতে থালত অন্ন দেখিল। রাজার স্বর্ণখালীয় কপালত মারিয়া চড় কান্দিবার লাগিল॥ খাইতে অনিচ্ছ। যখন আছিলাম মা রাজ্যত ঈশ্বর। স্বর্ণর থালত অন্ন খাইলু বিস্তর॥ এখন হইনু কোড়াকর (৪) ভিকারি। স্বর্ণর থালত অন্ন খাইতে না পারি। একথান কলার পাত আনিল কাটিয়া। তাহাত অন্ন গুটিক লইল ঢালিয়া॥ (১) সন্ন্যাস অবলম্বন করিয়া রাজা ভিক্ষা চাহিলেন; তাহার ভ্র তা ও দাস থেতু হাতী ঘোড়া প্রভৃতি ভিক্ষা দিল। (২) সাধারণ লোকে ভারত-বর্ষকেই পৃথিবী মনে করিয়া ত্রিকোণ পৃথিবী বলিত। (৩) ১৯ বর্ষ বয়সে রাজার মৃত্যুর কথা নির্দিষ্ট ছিল। ঐ সময় সরাস গ্রহণ করিলে সেই মৃত্যু হইতে অব্যাহতি পাওয়া যায়, ইহাই গণিয়া দেখিয়া ময়নামতী তাহাকে সন্ন্যাস-ব্রতে দীক্ষিত করাইলেন। (৪) কড়াকর = কড়ার।