পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—স্থঃ ১১শ-১২শ শতাব্দী। õo হনুমান বলিয়া হুঙ্কার ছাড়িল। কিছু কিছু বৃক্ষ মাড়াল লাগাইল। বজ্র চাপড় রাজাকে তুলিয়া মারিল। গুরু গুরু বলিয়া রাজা কান্দিয়া উঠিল॥ মাল্লি বান্ধিয়া আমি বড় পেলু দুখ। বার কড়া কড়ি দেও খাওঁ সুখ॥ বার কড়ার গাঞ্জা খাওঁ কিনিয়া। তবে তোমাক লইয়া যাই ঘড়ে পুরক লাগাইয়া॥ যেন মতে ধর্ম্মী রাজা সম্বাদ শুনিল। রাম রাম বলিয়া কর্ণত হাত দিল॥ এগুলাক থান গুরু বাপ মো না জানো এমন অনাচারর সঙ্গত আইসে কোন জন। (১) অনাচারর সঙ্গত আইলে অবশ্য মরণ॥ “ বার কড়ার বদলত গুরু বার কাওন লও। বান্দা ছান্দার কার্য্য নাই ফিরিয়া ঘরে ষাও ৷ ধ্যানত আছিল হাড়ি চমকিয়া উঠিল। ধ্যানত হাড়ি গুরু ধ্যান করি চার। ধ্যানর মাঝত ষোল কাওন কড়ি বোলায় লাগাল পায়॥ এর মা মান (২) আছে জ্ঞানত ডাঙ্গর (৩)। ষোল কাহন কড়ি দিচ্ছে ঝোলঙ্গার ভিতর॥। তুছু তুড় করি হাড়ি হুঙ্কার ছাড়িল। ষোল কাওন কড়ি শূন্তত উড় উড়াইয়া দিল॥ আধ মণ করিয়া এক মণ পাথর ঝোলায় সিজ্জাইল। ভাত ধরিয়া ধর্ম্মী রাজা ভুগিবার লাগিল। দে দে কড়ি বলিয়া হাড়ি কাউসিবার লাগিল। একবার দুইবার গোস্থ্য নাগাইল পাইল॥ ঝোলঙ্কার গিরা খুলিয়া ফেলাইল। ঝোলার গিরা খুলিয়া পড়িয়া গেল ধান্দা। ঝোলার কড়ি ঝোলায় নাই অচম্বিতের কথা॥ নয়ন কেন নাচে। না জানি কপালে কিবা আছে। ১ে) গুরু এইগুলি অর্থাৎ গঞ্জিকা প্রভৃতি সেবন করেন, ইহা জানিলে এই আচারহীনের সঙ্গে কে আসিত? (২) মান=ময়নামতী। (৩) ডাঙ্গর = বৃহৎ। জ্ঞানত ডাঙ্গর = জান বৃদ্ধি। ষোল কাহন কড়ির অন্তধান।