পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। লকড়ি খুলিয়া এক ডাঙ্গ ডাঙ্গাইল। শব্দ হইল নটীর পুরী বার্ত্ত জানাইল। বান্দী বান্দী বলিয়া ডাকাইবার লাগিল। কোটেকার (১) মহারাজা চলিয়া আসিল ৷ তাহাকে আন তুমি চাম্বর হাকাইয়া (২)। এই কথা শুনিঞা বান্দী না থাকিল রৈয়া। হাড়ির সাক্ষাত গেল চলিয়া॥ কেনে কেনে গুরুধন এত দূর গমন। সিংহাসন থাকিতে কেন মৃত্তিকায় শয়ন॥ বাসা খোড়া নাই আমার ঝোলার ভিতর। একনা চেলা আছে ঝোলাঙ্গার ভিতর॥ বার কড়া কড়ি থাকিয়া (৩) বান্ধা থুইবার চাই। বার কড়া কড়ি পাইলে গাজা কিনিয়া খাই॥ বান্ধা নাকি নিবে তোমার হীরে নটী মাই। দেখে দেখে কেমন চেলা দেখিবারে চাই ৷ হাত কোণা ধরিয়ে বের করিল টানিয়া। ঢল মল (৪) করিয়া রাজ উঠিল জলিয়া। রূপ দেখিলে নয়ন ঝোরে। এই কথা জানাইল বান্দী নটীর বরাবর। যেমন রূপ আছে রাজার চরণর উপর। সেমন রূপ নাই তোমার মুখর উপর॥ যে রাজা বলিয়া তপ (৫) করএ বার বৎসর। সেই রাজার নাগাল পাইলু দরজার উপর॥ এই কথা শুনিয়া নটী না থাকিল রৈয়া। রাজার সাক্ষাৎ চলিল হাটিয়া॥ হাড়ি বলে শুন নটী আমার বরাবর। - ভাল চেলা বান্ধা থুই তোমার বরাবর। বার কড়া কড়ি থাকিয়া বান্ধা থুইবার চাই। বার কড়া কড়ি পাইলে গাজা কিনিয়া খাই॥ (১) কোথাকার। (২) চামর বাজন করিয়া। (৩) লাগিয়া = জন্ত। (৪) কলমল। (৫) তপস্যা।