পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। বার ভার পানীর মাঝল এক ভার কমি যায়। জল ভারর বদলী সাত জন কিলায়। (১) সিকিয়া বাকুয়া নিলে দুইটা জলর হাড়ী। জল ভরিবার গেল করতোয় নদী। এক ভার দুই ভার তিন ভার ডুবাইল। দিনটাত মহারাজ বার ভার উভাইল (২)। সাত ভাড়য়া ধল্লে রাজাক চিত্তি করিয়া। সোণালী খড়মত নটী চরণত লাগাইয়া। রাজার বুকত চড়িল ঠসক মারিয়া। (৩) ছিনান করে হীরা নটী হাসিয়া খেলিয়া॥ ছিনান করিয়া অঙ্গে হৈল জ্যোতি। ভিজা বস্ত্র ফেলাইয়া পিন্ধে শুকনা পাটর সাড়ী ভিজা বস্ত্র চিপিয়া দিলে ঐ রাজার মুখ খানর উপর মুখ ধরিয়া কান্দে রাজা বেলার দুই পহর। ঘাড়ত হস্ত দিয়া রাজাক বাহের কৈরে দিল আজি কালি করিয়া বার বৎসর হইল॥ সিকিয়া বাকুয়া নিলে দুইটা জলর হাড়ী। জল ভরিবার গেল করতোয় নদী॥ নদীর পাড়ে যায় রাজা পড়িয়া গেল ধান্ধা। অজুন পত্ননার কথা না শুনিল কাণত। পরাণ হারাবার আইলাম বুড়া মার বচনত। যেন মত ধর্ম্মী রাজা কন্যার নাম লৈল। উয়টে (৪) হাতর পসার আউলিয়া পড়িল। অকারণ করিয়া কন্যা কান্দিবার লাগিল। বার বৎসর গেল স্বামী আওনা করিয়া (৫)। তের বৎসর ভাল হইল আসিয়া॥ অদুনা-পদুনার আশঙ্কা। (১) প্রত্যহ বার ভার জল আনিতে আদেশ হইল। তন্মধ্যে এক ভার কম হইলে একাদি ক্রমে সাত জনের প্রহার সহ করিতে হইবে। (২) উঠাইল। (৩) সাত জন ভৃত্য রাজাকে চিৎ করিয়া ফেলিল। সোণালী খড়ম পরিয়া হীরা রাজার বুকের উপর সগর্ব্বে হাটিতে লাগিল। (৪) উলটিয়া। (৫) আওনা করিয়া= আউল বাউল হইয়া।