পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ময়নামতীর গান। (রঙ্গপুর, নীলফামারি হইতে শ্রীযুক্ত বিশ্বেশ্বর ভট্টাচার্য্য, বি-এ, ডিপুটী ম্যাজিষ্ট্রেট্ কর্তৃক সঙ্কলিত। ) মাণিকচন্দ্র রাজার স্থশাসনে প্রজার স্থখ–বাঙ্গাল দেওয়ানের উৎপীড়ন ও প্রজার কষ্ট। মণিকচন্দ্র রাজা ছিল ধর্ম্মী বড় রাজা। ময়নাক বিভা করিল তার নও বুড়ি ভারয (১)। ময়নাক বিভা করিল রাজার না পূরিল মনের আশ। তার পরে দ্যাবপুরের (২) পাচ কন্যা বিভা করে পুরি নেল মনের হাবিলাষ (৩) ৷ আজি আজি কালি কালি বার বছর হল। দ্যাবপুরের পাচ কন্যা ডাহিনী ময়ন কন্দল লাগিল। (৪) দেখিবারে না পারি মহারাজ ব্যাগল (৫) করি দিল। সেই ময়নাক ঘর বান্ধি দিল ফেরুস নগরে। (৬) মাণিকচন্দ্র রাজ বঙ্গে বড় সতী। হাল থানাএ খাজনা দিল দেড় বুড়ি কড়ি। সেই যে রাজার রাইঅত প্রজা দুষ খু নাহি পাএ। কারও মারুলি (৭) দিয়া কেহ নাহি যায়॥ কারও পুষ্করিণীর জল কেহ নাহি খাএ। আথাইলের ধন কড়ি পাথাইলে শুকায়। (৮) (১) নয় (৯) বুড়ি অর্থাৎ ১৮০ ভার্য্যা। (২) দেবপুরের। (৩) অভিলাষ। (৪) দেবপুরের পাচ কন্যার সঙ্গে ময়নামতী ডাইনীর বিবাদ ঘটিল। ময়নামতী বয়সে বড় ছিলেন এবং তিনি মন্ত্রতন্ত্র জানিতেন, এজন্য র্তাহাকে “ডাইনি” বলা হইয়াছে। (৫) আলগা = পৃথকৃ (৬) দেবপুরের পাচ রাণীর সঙ্গে ডাইনী ময়নামতীর কলহ হওয়াতে, রাজা ময়নামতীকে ‘ফেব্রুস নগরে’ ভিন্ন বাড়ীতে নির্ব্বাসিত করিয়া দিলেন। (৭) মারুলি= পথ= বাড়ীর উপরের পথ। (৮) আথাইলের = গৃহাভ্যন্তরের। পাথাইলে = প্রান্তরে। ঘরের অর্থ কড়ি বাহিরে রাখিলেও কেহ চুরি করে না। মাণিকচন্দ্র রাজার