পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

е е বঙ্গ-সাহিত্য-পরিচয়। এতেক যদি গিয়ান ছিল হাড়িপা লঙ্কেশ্বর। তার চেতে অধিক জ্ঞান জান মা ময়ন সুন্দর ৷ তবে কেনে আমার পিতা গেল যমের ঘর॥ গোট চারেক গেআন যদি আমার বাপক দিলেন। যুগে যুগে আমার পিতা বাচিঞা রইল হএ। আমার নাক (১) পাচ পুত্র আরো পাইলেন হএ॥ সত্যে রাজার পুত্র হএ নাও পারিলাম হএ। মএনা বলে শুন ছেলে আমি বলি তোরে। নির্ব্বদ্ধিয় রাজপুত্র নির্ব্বদ্ধিয়ারে কাল। এক জননী হএ তোমাক বুঝাব কত কাল॥ কৈছিলাম (২) তোমার পিতাক গেয়ান শিখিবার। ঘরের নারীর গিয়ান দেখে তোমার পিতা গিয়ান করছে হেলা। (৩) ঐ দিগে গোদা-যম পাতাএ গিয়াছেন মেলা ৷ মাতার বিরুদ্ধে পুত্রের রাজা বলে শুন জননী জননী লক্ষ্মী রাই। ভয়ানক অভিযোগ। এসব কথা মিথ্যা মা তোমার বিশ্বাস না পাই॥ হাড়ির পাইছেন গুয়া মা হাড়ির খাইছেন পাণ। ভাব করে শিখিয়া নিছ ঐ হাড়ির গিয়ান॥ হাড়ির গিয়ানে তোমার গিয়ানে জননী একস্তর করিয়া। আমার পিতাক মারছেন মা গরল বিষ খাওয়াইয়া॥ বুদ্ধি পরামিশে আমাক বনবাসে পাঠাইআ। গুয়া বীচি খাবেন তুমি ঐ হাড়ি লৈয়া॥ হাটে গেছেন বাজার গেছেন কিনিআ খাইছেন থই। আমার পিতার মরণের দিন সতী গেছেন কই। (৪) আমার পিতার মরণের দিন সতী গেলেন হএ। সত্য রাজার পুত্র নাও পাড়ায় হএ॥ (৫) (১) স্থায় = মতন। (২) কহিয়াছিলাম। (৩) নিজের স্ত্রী মহাজ্ঞান শিখিয়াছে, এইজন্ত রাজা তাহা তুচ্ছ বলিয়া উপেক্ষা করিলেন। (৪) আমার পিতার সঙ্গে মা সহমরণ গেলেন না কেন? (৫) নাও =নাবায় = ভূতলে। আমার পিতার সঙ্গে সহমরণ গেলে, তবে আমি বুঝি তাম সত্য সত্যই আমি রাজপুল হইয়া ভূমিষ্ট হইয়াছিলাম।