পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| শিবের গান–রামাই পণ্ডিত – খ্রঃ ১০শ-১১শ শতাব্দী। S S S) সোণার যে লাঙ্গল কৈল রূপার যে ফাল। আগে পিছু লাগিলেত এ তিন গোজাল। আস জোতি পাশ জোতি আঙদর বড় চিন্ত। দুদিগে দুশলি দিয়া যোআলে কৈল বিন্ধ (১)॥ সকল সাজ হৈল পরস্তুর আর সাজ চাই। গটাদশ (২) কুয়া (৩) দিয়া সাজাইল মই ৷ তাবর (৪) দুভিতে চাই গাছি শলি দড়ি। চাষ চষিতে চাই সোণার পাচন বাড়ি (৫)॥ মাঘমাসে গোসাঞি পিথিবী মঙ্গলিল (৬)। যতগুলি ভূম পরাভূ (৭) সকলি চষিল। ভূমে চাষ দিআ পরভু ভূম কৈল তথা। বীজ ভোজ নহি দুগ্গা (৮) বল তার কথা॥ পাববতী বোলেন পর ভূ না চষিব চাষ। ধেআনে বসিলেন পরাভূ ছাড়িয়া নিশাস ৷ একদিন রস হাসে কৈলাসে ভোলানাথে। পেম রসে তিলোচন পার্ব্বতীর সাথে॥ কৌতুক করিতে শিৰে উপজিল কাম। কামে উপজিল ধান কামদ বলি নাম॥ এক ধানে হইবাক সহস্ৰেক নাম। ইহাতে আসিয়া লক্ষ্মী করিব বিরাম॥ যতেক ধান গোসাঞি সকলি বুনিল। চাষ চষিয়া গোসাঞি লাঙ্গল তুলিল। শাবণ মাসেত ধান হইলেন গছ। ধান দেখিয়া পরাভূর মনে বড় ইচ্ছা॥ ভাদর মাসেত হৈল ধান অতি মনোহর। ডহর ডাঙ্গর সব একুই সুসর। (৯) (১) ছিদ্র। (২) দশগোটা=দশটা ৷ (৩) মইয়ের মধ্যে মধ্যে যে অবকাশ থাকে তাহাকেই কুয়া’ বলা হইয়াছে। (৪) তাবর = তাহার। (৫) গো মেষ প্রভৃতি তাড়াইবার যষ্টি-বিশেষ। (৬) মঙ্গলাচরণ করিল; এখানে হলারম্ভ করিল। (৭) প্রভু। (৮) দুগ্গা = দুর্গা। (৯) ডহর = নিম্নতর ভূমি। ডাঙ্গর = বড়। স্বসর = সমান হইল। নিম্নস্থ ছোট গাছ এবং উচ্চতর ভূমিস্থ বড় গাছ ভাদ্র মাসে একই সমান হইল। o &