পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>と নানাবিধ শস্তের বীজ বপন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পুনরপি গোসাঞি শ্রীহস্ত বুলাইল। যেমতি ধান ছিল পূর্ব্ব তেমনি ধান হইল। এখন মুক্তাক কোন কোন ধান চাই। সভা পর মুক্তাহার নাগএ তথাই॥ জেঠ ধান বুনেন গোসাঞি ছিছর আমলে। আলাচিত ফেফেরী দেখিতে যেবা কালে ৷ সনাখড়কী দুগ্গাভোগ আসে আঙ্গ কল। আসমুক্তাহার বুনেন দ্বিগুণ যার ফল। কালামুগড় (১) বুনেন গোসাঞি ছড়া মারিবার তরে। নাগরযুআন বুনেন পরস্তু বাছিআ ভাঙ্গরে (২)। তুলাশালী বুনেন পরর্ভু তুলা যার গাএ। আসতির বুনেন পরতু বাঅ গন্ধ বাএ॥ ধান মাঝে ধান বুনেন বককড়ী। গোতমপলাল বুনেন পাতল যার ছড়ি॥ পাঙ্গুসিআ ভাদমুখী বুনেন খেমরাঅ। তুলন ধান বুনেন বিরিঞ্চি দুধুৱাঅ (৩) ৷ গুজুরা বোআলি দাড় হাতীপাঞ্জর। বুড়ামান্ত ধান বুনেন দেখিতে সুন্দর ৷ হাটিআ হুটিয়া কআ তিলসাগরী আর। যার মুক্তাঅ ধর্ম্ম হৈল আগুসার॥ লতামে মোকলস আর খেজুরছড়ি। পর্ব্বতজীরা গন্ধতুলসী আর দলাগুড়ি ৷ বন্ধী বাশগজ আর সীতাশালি। হুকুলি হরিকালী বুনেন কুসুমমালী ৷ রক্তশাল চন্দনশীল বুনেন এক ভিতে। রাজদল মোকলস বুনেন তুরিতে॥ উড়াশালি বিন্ধশালি আর লাউশালি। নানা ধান বুনেন পরভু ধান যে ভাদোলী ৷ রাজদল মোকলস আজান সিঅলি। কালা কাত্তিক মেঘী বুনিলেন ভুলি ৷ খীরকম্বা বুনেন পরভু পছাল রনজঅ। কামদধান বুনেন পরতু যে বা বাতি জলে হঅ॥ (১) কৃষ্ণমুদ্রগর = কালামুগুর। (২) ভাঙ্গ সেবী। (৩) ছং রাজ।